Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩২, শুক্রবার ০৪ জুলাই ২০২৫

আমরা একবারই স্বাধীন হয়েছিলাম : অনিমেষ আইচ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৭, ১৩ আগস্ট ২০২৪

আপডেট: ১৬:৪৮, ১৩ আগস্ট ২০২৪

প্রিন্ট:

আমরা একবারই স্বাধীন হয়েছিলাম  : অনিমেষ আইচ

ফাইল ছবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর স্বৈরাচারমুক্ত বাংলাদেশকে দেশের ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এ নিয়ে নির্মাতা অনিমেষ আইচ দ্বিমত পোষণ করে ফেসবুকে এক পোস্টে বলেছেন, স্বাধীন আমরা একবারই হয়েছিলাম, ১৯৭১-এর ১৬ ডিসেম্বর। ৫ আগস্ট ২০২৪ একনায়কতন্ত্র হটিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৈষম্য চাই না আমরা, ফাইন! বৈষম্য কি পৃথিবীর ইতিহাসে কোথাও দূর হয়েছে? ক্যাপিটালিজমের থাবায় আক্রান্ত না, এমন একটা দেশের নাম কি বলতে পারবেন? ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে এবং হবে। অনিমেষের লেখায় ক্ষোভের প্রকাশ ঘটেছে। তিনি বলেন, এই লুটপাট, খুন, জ্বালিয়ে দেওয়ার জন্যই কি এত আন্দোলন? ৩২ নম্বরের বাড়ি এবং অন্যান্য প্রতিষ্ঠানের মত স্টার সিনেপ্লেক্স পুড়েছেন, যেটা সিনেমার মানুষ হিসাবে আমাকে ভয়াবহ ব্যথিত করেছে। কতদিন লাগবে আবার একটা এমন প্রতিষ্ঠান হতে?

তিনি বলেন, জনতা, আপনারা সব ভেঙে ফেলেন। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু কিছু বাকি রাখবেন না। যা কিছু ভাঙলেন, সব আপনার আমার ট্যাক্সের টাকায় গড়া। লুটপাট করে আবার হাসি মুখে ছবি দেন। শেইম অন ইউ।