Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

শুটিং সেটে গুরুতর আহত কোয়েল মল্লিক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৭, ১ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

শুটিং সেটে গুরুতর আহত কোয়েল মল্লিক

ফাইল ছবি

টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম কোয়েল মল্লিক। কিছুদিন আগেই ‘মিতিন মাসি’ সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। এবার সেই শুটিং সেটে গুরুতর আহত হলেন এই নায়িকা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, রোববার নেপালগঞ্জে ‘মিতিন মাসি’ সিনোমর শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন কোয়েল মল্লিক। বড় ধরনের আঘাত পেয়েছেন হাতে। পরে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা হাতে প্লাস্টার করেছেন।

এর আগে ২০১৯ সালে ‘মিতিন মাসি’ মুক্তি পায়। আর গত বছর সিনেমাটির দ্বিতীয় পর্ব ‘জঙ্গলে মিতিন মাসি’ মুক্তি পায়। এবার সেই ধারাবাহিকতায় নির্মাণ হচ্ছে ‘একটি খুনির সন্ধানে’।

সুচিত্রা ভট্টচার্যের লেখা ‘মিতিন মাসি’ সিরিজের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে নির্মাণ করা হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। এতে মিতিন মাসি চরিত্রে অভিনয় করছেন টালি তারকা কোয়েল মল্লিক।

অরিন্দম শীলের পরিচালনায় এতে আরও অভিনয় করছেন মধুরিমা বসাক, কনীনিকা ব্যানার্জি, শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, সাহেব চ্যাটার্জি, অনসূয়া মজুমদার। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি কলকাতাসহ নেপালগঞ্জের বিভিন্ন মনোরোম জায়গায় শুটিং চলছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables