Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথ সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৯, ১১ জুলাই ২০২৩

প্রিন্ট:

ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথ সভা

ছবি: বহুমাত্রিক.কম

মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভূমিহীন ও গৃহহীন (ক-শ্রেণী) পরিবারের শতভাগ পুনর্বাসনের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সাথে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. রইছ আল রেজুয়ান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন (ক-শ্রেণী) পরিবারকে ২ শতক জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। কমলগঞ্জ উপজেলায় ১ম পর্যায়ে ৮৫টি, ২য় পর্যায়ে ৩৩০টি, ৩য় পর্যায়ে ৫০টি সমাপ্ত হয়েছে এবং ৪র্থ পর্যায়ে ৩৩৬ টি বরাদ্দকৃত ঘরের মধ্যে ২৮৩ টি সম্পন্ন হয়েছে, চলমান রয়েছে ৫৩টি।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer