Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৮ ১৪৩২, শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫

সংগীতশিল্পী বৃহান মারা গেছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৮, ১৩ জুন ২০২১

প্রিন্ট:

সংগীতশিল্পী বৃহান মারা গেছেন

সংগীতশিল্পী বোরহান আহমেদ বৃহান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে রোববার সকাল সাড়ে ৭টার দিকে আদাবরের ঢাকা হাউজিংয়ে অবস্থিত নিজ বাসাতেই তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

বৃহানের ছোট বোন নীলা জানান, ‘দুই দিন আগেই ভাইয়াকে হাসপাতাল থেকে এমআরআই করে বাসায় এনেছিলাম। আজ সকালেই আবার তাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার কথা ছিল। আমি সকালে খাওয়ানোর জন্য ঘুম থেকে উঠে দেখি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। তারপর সোজা করে বসানোর পর দেখি অক্সিজেন লেভেল ৪৭ হয়ে আর নিঃশ্বাস নিতে পারছেন না। তারপর আমরা দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার দেখে বলেছেন বাসাতেই তিনি মারা গেছেন।’

বৃহানের ছোট বোন নীলা আরও জানান, বাদ জোহর আদাবরের ঢাকা হাউজিংয়ে বাসার নিচে বোরহান আহমেদ বৃহানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি খুলনায় উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables