Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৫ ১৪৩১, সোমবার ২৯ এপ্রিল ২০২৪

বারি’তে তৈলবীজ ফসলের প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৩, ২২ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

বারি’তে তৈলবীজ ফসলের প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ

ছবি: বহুমাত্রিক.কম

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর আয়োজনে “বিএআরআই কর্তৃক উদ্ভাবিত তৈলবীজ ফসলের প্রযুক্তি” বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ গতকাল বুধবার ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষক প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বারি’র বিভিন্ন বিভাগের ৩০ জন বিজ্ঞানী-কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

সকালে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন। বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স¦াগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর প্রযুক্তি হস্তান্তর ও পরিবীক্ষণ ইউনিটের পরিচালক ড. সুরাইয়া পারভীন।

প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট বিতরন করেন পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. তারিকুল ইসলাম এবং পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. ইমরান খান চৌধুরী।
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer