Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

যশোর অঞ্চলে কৃষি বিনিয়োগ করছে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৪, ১২ জানুয়ারি ২০২৪

প্রিন্ট:

যশোর অঞ্চলে কৃষি বিনিয়োগ করছে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের কৃষি এবং পল্লী বিনিয়োগ নীতিমালার আওতায় যশোর অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক ফুল চাষী এবং সম্প্রতি জিআই স্বীকৃতিপ্রাপ্ত ব্ল্যাক বেঙ্গল ছাগল খামারীদের বিনিয়োগ সুবিধা প্রদানে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ক্ষুদ্র বিনিয়োগ প্রদানকারী প্রতিষ্ঠান আর্স-বাংলাদেশ এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের মধ্যে বৃহস্পতিবার ঢাকার গুলশানে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

গ্লোবাল ইসলামী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত এবং আর্স-বাংলাদেশের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোঃ শামসুল আলম উক্ত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।  

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক  আতাউস সামাদ ও সামি করিম, ইভিপি ও মতিঝিল শাখার ব্যবস্থাপক মোঃ শামসুর রহমান মজুমদার, ইভিপি ও বিনিয়োগ বিভাগের প্রধান এস এম মিজানুর রহমান এবং আর্স-বাংলাদেশের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer