Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩০ ১৪৩২, সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫

ভারতকে ‘অনেক আগেই’ গোয়েন্দা তথ্য দেওয়া হয়েছে, দাবি ট্রুডোর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪২, ২৩ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

ভারতকে ‘অনেক আগেই’ গোয়েন্দা তথ্য দেওয়া হয়েছে, দাবি ট্রুডোর

ফাইল ছবি

কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের গোয়েন্দা তথ্য ভারতকে অনেক আগেই দেওয়া হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি আরো জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের তদন্তে ভারতের সহযোগিতা চায় তার দেশ।শুক্রবার রাজধানী অটোয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রুডো এ কথা বলেন।তিনি বলেন, “গত সোমবার আমি (পার্লামেন্টে) যা বলেছি, সে বিষয়ক গোয়েন্দা তথ্য আমরা অনেক আগেই ভারতকে দিয়েছিলাম, বেশ কয়েক সপ্তাহ আগে।”

 ট্রুডো বলেন, “ব্যাপারটি খুবই গুরুতর এবং আমরা এই ইস্যুতে ভারতের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে ইচ্ছুক। আমরা আশা করছি, ভারত এই হত্যাকাণ্ডের তদন্তে আমাদের সহযোগিতা করবে।”ভারত থেকে কানাডায় গিয়ে সেখানকার নাগরিকত্ব অর্জনকারী হরদীপ সিং নিজ্জর ভারতের খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী খালিস্তান টাইগার ফোর্স এবং শিখস ফর জাস্টিস কানাডা শাখার শীর্ষ নেতা ছিলেন। গত ১৮ জুন দেশটির ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের রাজধানী ভ্যানকুভারের একটি গুরুদুয়ারার সামনে নিহত হন তিনি।

নিজ্জরের হত্যার জন্য ভারতকে সরাসরি দায়ী করে গত ১৮ সেপ্টেম্বর কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভাষণে তিনি বলেন, এই অভিযোগের পক্ষে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ তার কাছে রয়েছে।

এর প্রভাব পড়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে। এরই মধ্যে উভয় দেশ পাল্টাপাল্টি ব্যবস্থা হিসেবে কূটনীতিক বহিষ্কার করেছে। স্থগিত হয়েছে মুক্তি বাণিজ্য চুক্তির আলোচনা। ভ্রমণ সতর্কতাও জারি করেছে দেশ দুটি। সেই সঙ্গে ভারত কানাডার নাগরিকদের ভিসা প্রদান স্থগিত ঘোষণা করেছে। সূত্র: রয়টার্স

Walton Refrigerator cables
Walton Refrigerator cables