Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

‘শেষের গল্প’র এক্সক্লুসিভ টিজার(ভিডিও)

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৩, ২২ জুন ২০১৯

প্রিন্ট:

‘শেষের গল্প’র এক্সক্লুসিভ টিজার(ভিডিও)

ঢাকা : অমিত, লাবণ্যকে মনে আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’র অমিত-লাবণ্যর কাছে যেন বার বার ফিরে যান পাঠক। নিজের মধ্যেই হয়তো খুঁজে পান চরিত্রদের। সেই রচনার অনুপ্রেরণায় জিত্ চক্রবর্তী তৈরি করেছেন তাঁর প্রথম ছবি ‘শেষের গল্প’।

এই ছবিতে নিজের মতো করে ‘শেষের কবিতা’র পরের অংশ বলার চেষ্টা করেছেন জিত্। তাঁর চিত্রনাট্যে বৃদ্ধ অমিত আপাতত থাকেন বৃদ্ধাশ্রমে। হঠাত্ই সেখানে একদিন অক্সফোর্ডের এক অবসরপ্রাপ্ত অধ্যাপিকা এসে পৌঁছন। তিনিই অমিতের হারিয়ে যাওয়া প্রেম। লাবণ্য।

একই সঙ্গে এ গল্পে আসে আকাশ এবং কুহুর দাম্পত্য। তাঁদের সঙ্গে ঠিক সে সব ঘটনাই ঘটতে থাকে, যা বহু বছর আগে ঘটেছিল অমিত-লাবণ্যর জীবনে। অমিত-লাবণ্যর প্রেম কি এ বার পূর্ণতা পাবে? উত্তর খুঁজবে এই ছবি।

সৌমিত্র চট্টোপাধ্যায়, মমতা শংকর, খরাজ মুখোপাধ্যায়, পল্লবী চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।

গানঘরের দায়িত্ব সামলেছেন জয় সরকার। এই ছবির জন্যই প্রথমবার একসঙ্গে গান গাইলেন নচিকেতা চক্রবর্তী এবং কৌশিকী চক্রবর্তী। রূপঙ্কর বাগচী, অনুপম রায় এবং লোপামুদ্রা মিত্রের গানও রয়েছে ছবিতে।

এ ছবির টিজার এক্সক্লুসিভলি দর্শক প্রথম দেখেছন আনন্দবাজার ডিজিটালে।

আনন্দবাজার পত্রিকা

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables