Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫

শুভ্রা দেবনাথের একক সঙ্গীতসন্ধ্যা আজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬, ৩০ আগস্ট ২০১৯

প্রিন্ট:

শুভ্রা দেবনাথের একক সঙ্গীতসন্ধ্যা আজ

ঢাকা : রবীন্দ্র সঙ্গীত শিল্পী শুভ্রা দেবনাথের একক সঙ্গীতসন্ধ্যা আজ। রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের নুভেলভাগ অডিটোরিয়ামে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এটি অনুষ্ঠিত হবে।

ছোটবেলা থেকেই গানে শুভ্রার হাতে খড়ি। তিনি প্রথম তালিম নেন সঙ্গীত শিল্পী দিলীপ দাসের কাছ থেকে। এরপর ওস্তাদ মুরাদ আলী, লিলি ইসলাম, সাদী মহম্মদ ও রেজওয়ানা চৌধুরী বন্যার কাছে সঙ্গীতের উপর তালিম নিয়েছেন। শুভ্রা দেবনাথ দেশে ও দেশের বাহিরে আরো অনেক একক সঙ্গীক সহ অনেক মঞ্চে পারফরমেন্স করেছেন। তিনি এন্ড্রু কিশোরের সঙ্গে সিনেমায় প্লেব্যাক করেছেন। এছাড়া তিনি দু’টি একক ও দৈত এ্যালবামে প্রকাশ করেছেন।

আগামীতে শুভ্রা দেবনাথের আরো দু’টি একক রবীন্দ্র সঙ্গীতের এ্যালবাম বাজারে আসবে। এ দু’টি এ্যালবামের রেকর্ডিং করেছেন কোলকাতায়। সঙ্গীত পরিচালনায় ছিলেন অজয় মিত্র। শিল্পী শুভ্রা দেবনাথ সঙ্গীতে স্বীকৃতিস্বরূপ দেশ ও বাহিরে (মিশর,নেপাল, তুরস্ক) অনেক পুরষ্কারে সম্মানিত হয়েছেন। শিল্পী বলেন, গান হচ্ছে আমার প্রাণ। যতোদিন বাঁচবো ততোদিন রবীন্দ্রসঙ্গীতকে হৃদয়ে লালন করেই বেঁচে থাকবো।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables