Bahumatrik :: বহুমাত্রিক
 
১০ কার্তিক ১৪২৭, রবিবার ২৫ অক্টোবর ২০২০, ৭:৫৬ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ল্যাব থেকে করোনা সৃষ্টির ষড়যন্ত্র তত্ত্ব বিজ্ঞানীদের প্রত্যাখ্যান


৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার, ০৬:১৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ল্যাব থেকে করোনা সৃষ্টির ষড়যন্ত্র তত্ত্ব বিজ্ঞানীদের প্রত্যাখ্যান

করোনাভাইরাস ল্যাবে তৈরি হয়েছিল বলে যে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ প্রচলিত রয়েছে তা বিশ্বের কয়েকজন শীর্ষ বিজ্ঞানী প্রত্যাখ্যান করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, চলতি মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২০১৮ সালের একটি অভ্যন্তরীণ তারবার্তা প্রকাশ করে বলে যে ‘চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির পরীক্ষাগারটি নিরাপদে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষিত প্রযুক্তিবিদ এবং তদন্তকারীর গুরুতর ঘাটতি রয়েছে।’

এছাড়া, ভাইরাসটি চীনা ল্যাব থেকে ছড়িয়েছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের ওই ‘ষড়যন্ত্র তত্ত্বকে’ সমর্থন জানিয়েছিলেন অনেক পশ্চিমা রাজনীতিবিদও।তবে এসব কথায় খুব বেশি গুরুত্ব না দেয়ার ওপর জোর দিয়েছেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্রের পরিচালক টম ইংলেসবি।

ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি এখনও বিশ্বাস করি কোভিড-১৯ প্রাকৃতিকভাবে উৎপন্ন উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ।’

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইনফেকশন অ্যান্ড ইমিউনিটি’র পরিচালক ইয়ান লিপকিনও ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘এ ভাইরাস ইচ্ছাকৃত বা অজান্তেই ছড়িয়ে দেয়া হয়েছে, এ ধারণাকে সমর্থন করার কোনো প্রমাণ নেই।’

প্রকৃতপক্ষে, ভাইরাসটির উৎস সম্পর্কে গবেষণাগুলোতেও বলা হয়েছে যে করোনাভাইরাস বা সার্স-কোভ-২ কোনো ল্যাব থেকে নয়, প্রাকৃতিকভাবে উদ্ভূত হয়েছিল।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

বিজ্ঞান -এর সর্বশেষ