Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

বিগ ব্যাশ শুরু ৩ ডিসেম্বর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৯, ১৫ জুলাই ২০২০

প্রিন্ট:

বিগ ব্যাশ শুরু ৩ ডিসেম্বর

চলতি বছরের ডিসেম্বরের শুরুর দিকে শুরু হবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দশম আসর।

বিগ ব্যাশের সূচি বুধবার প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সে অনুযায়ী আগামী ৩ ডিসেম্বর মাঠে গড়াবে এ টুর্নামেন্ট। আর ফাইনাল হবে আগামী ৬ ফেব্রুয়ারি।

মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেইড স্ট্রাইকারের ম্যাচ দিয়ে শুরু হবে বিগ ব্যাশ। একই দিনে ব্রিজবেনে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত।

বিগ ব্যাসে এবার ম্যাচ হবে ৬১টি। এমনটাই জানিয়েছে বিগ ব্যাস কতৃপক্ষ। এদিকে বুধবার মেয়েদের বিগ ব্যাশের সূচিও এদিন প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। ৫৯ ম্যাচের টুর্নামেন্টটি হবে ১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত।

বিগ ব্যাশ লিগের প্রধান অ্যালিস্টার ডবসন জানান, করোনাভাইরাসের এই চ্যালেঞ্জিং পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন তারা। ক্রিকেটার, স্টাফ সবার সুরক্ষা নিশ্চিত করেই শুরু হবে টুর্নামেন্টটি।