Bahumatrik :: বহুমাত্রিক
 
২০ আশ্বিন ১৪২৯, বুধবার ০৫ অক্টোবর ২০২২, ৩:০৯ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

এবার ডিজাইনিংয়ে মজেছেন বিপাশা


১৫ জুন ২০১৬ বুধবার, ০৪:৪৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


এবার ডিজাইনিংয়ে মজেছেন বিপাশা

ঢাকা : এবার ডিজাইনার হিসেবে ভাগ্য পরীক্ষায় নেমেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু! ঘটা করে প্রেমিক ও ছবিটিতে সহশিল্পী করণ সিং গ্রোভারের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর রোম্যান্টিক হানিমুন। এবার মজেছেন ডিজাইনিংয়ে!

এনিয়ে বিপাসা বলেন `সোনালী, রূপালি ও সুবর্ণ গোলাপি রঙের শক্ত জুতোর স্টাইল করেছি। এগুলো পায়ে গলিয়ে প্রতিদিনই হতে পারে চনমনে উজ্জ্বল! এগুলো পাবেন দ্য লেবেল লাইফ ডটকমে।`

সেই সঙ্গে সোনালী স্নিকারের একটি ছবিও পোস্ট করেছেন বিপাশা।ইনস্টাগ্রামে নিজের ডিজাইন করা জুতোর একটি ছবিও পোস্ট করেছেন বিপস। এতে দেখা যাচ্ছে, সোনালী, রূপাল ও সুবর্ণ গোলাপ রঙের তিনটি জুতো।

একই ব্র্যান্ডের জন্য ওবি বেল্ট ও ব্যাগের ডিজাইনও করেছেন বিপস বাঙালি সুন্দরী বিপাশার ভাষ্যে, `জাপানি ফ্যাশন ধার করে সাজানো বেল্টের এই ট্রেন্ড চলছে এখন।`

আর ব্যাগ প্রসঙ্গে তিনি বলেন, `আমি যখন পরিবারের সঙ্গে নৈশভোজে যাই তখন আমার প্রয়োজনীয় সব জিনিস এই ব্যাগের মধ্যে নিই। সেই সঙ্গে আরও থাকে আমার ফেস ওয়াইপস, লিপ বাম এবং ছোট সুগন্ধি।’

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।