Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বিএসটিআইএর কাজে হাইকোর্টের অসন্তোষ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ১৮ জুন ২০১৯

প্রিন্ট:

বিএসটিআইএর কাজে হাইকোর্টের অসন্তোষ

ঢাকা : আমসহ সব রকমের ফলে ক্ষতিকারক কেমিকেল পরীক্ষা নিয়ে বিএসটিআই-এর কাজে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। এছাড়া ভেজালে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আবারো বিএসটিআইকে নির্দেশনা দেন আদালত। এ বিষয়ে কোনভাবেই কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই বলেও পর্যবেক্ষণে বলা হয়।

এর বাইরে ফরমালিন নির্মূলের জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরকে সারা বছর অভিযান পরিচালনা করতে বলেছেন আদালত।

মঙ্গলবার উচ্চ আদালত এ নির্দেশনা দেন। ফলে রাসায়নিক মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা আগামী রোববারের (২৩ জুন) মধ্যে বিএসটিআই, ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে প্রতিবেদন আকারে দাখিল করতে বলা হয়েছে।

এদিন আমে ক্ষতিকারক রাসায়নিক মেশানো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে র‌্যাব ও পুলিশ আদালতে রিপোর্ট দাখিল করে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer