Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২২ ১৪৩১, সোমবার ০৬ মে ২০২৪

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় : ৪২.৭ ডিগ্রি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৪, ২৬ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় : ৪২.৭ ডিগ্রি

ছবি- সংগৃহীত

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। শুক্রবার বিকেল ৩টায় সেখানে ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে। এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় আজকের তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।  

এর আগে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় যশোরে। গত শনিবার বিকেলে সেখানে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

চুয়াডাঙ্গায় আজ তীব্র তাপমাত্রা থাকায় মানুষ ঘরের বাইরে আসতে পারছেন না। জরুরি কাজে কেউ বাইরে এলেও হাপিয়ে উঠছেন। অনেকে ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন ছায়ায়। 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, গত তিন–চার দিন ধরে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে। আজ তাপমাত্রা এই মৌসুমের পেছনের দিনগুলোর রেকর্ড ভেঙে ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এই অবস্থা আরও দু–তিনদিন থাকতে পারে। সকাল থেকে থাকছে তীব্র রোদ। সকাল ৯টার পরই তাপমাত্রা উঠে যাচ্ছে ৩০ ডিগ্রির ওপরে। এ অবস্থা চলছে বেশ কিছুদিন ধরে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer