Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ৪ ১৪৩১, রোববার ১৯ মে ২০২৪

প্রাথমিক বিদ্যালয় নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮, ৬ মে ২০২৪

প্রিন্ট:

প্রাথমিক বিদ্যালয় নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব কার্যক্রম নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার থেকে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহের শ্রেণিকার্যক্রমসহ সকল কার্যক্রম ২০২৪ শিক্ষাবর্ষের বর্ষপঞ্জি অনুযায়ী চলবে।

তীব্র তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত ২৮ এপ্রিল থেকে খুলে দেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়। তবে ক্লাসের সময় কমিয়ে আনা ও অ্যাসেম্বলি বন্ধ রাখা হয়। নতুন নির্দেশনার ফলে অ্যাসেম্বলিসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer