Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩২, রোববার ২৭ এপ্রিল ২০২৫

জবিতে গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২১, ১৪ মে ২০২৪

প্রিন্ট:

জবিতে গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ছবি: বহুমাত্রিক.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গবেষণা বিষয়ক কোয়ান্টেটিভ এবং কোয়ালেটিভ রিসার্চ অ্যাপ্যেসেচ  শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার  উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেল কতৃক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি বক্তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপর্চায সাদেকা হালিম বলেন,“উচ্চ শিক্ষায় গবেষণার কোনো বিকল্প নাই। যেসকল শিক্ষক বেশি গবেষণা করবেন তাদেরকে আমাদের যথাযোগ্য মর্যাদা দিতে হবে, এভাবেই বিশ্ববিদ্যালয়ে তরুণ শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাকর্মে উৎসাহিত করতে হবে।”

গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এ সময়  স্বাগত বক্তব্য প্রদান করেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ। ওয়ার্কসপে আরো উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ এবং আইন অনুষদের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ অংশগ্রহণ করেন

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer