Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

পাকিস্তান থেকে সরিয়ে নেয়া হলো পিএসএল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০২, ৯ মে ২০২৫

প্রিন্ট:

পাকিস্তান থেকে সরিয়ে নেয়া হলো পিএসএল

ফাইল ছবি

ভারত-পাকিস্তানের চলমান পরিস্থিতি বিবেচনায় এবার সরিয়ে নেয়া হলো পিএসএল। পাকিস্তান সুপার লিগের বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

পিসিবি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, পিএসএল-এর লিগ পর্বের বাকি চারটি এবং ফাইনালসহ প্লে-অফ পর্বের সব ম্যাচ আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে ড্রোন হামলার ফলে পিএসএল-এর দুটি ম্যাচ বাতিল হয়। ম্যাচের টিকিটধারীদের রিফান্ডের নিশ্চয়তা দিয়েছে পিসিবি। যারা ভিআইপি গ্যালারি বা এনক্লোজার টিকিট কিনেছেন, তারা নির্ধারিত টিসিএস এক্সপ্রেস সেন্টার থেকে রিফান্ড সংগ্রহ করতে পারবেন।

এদিকে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন। এর মধ্যে নাহিদ পেশোয়ার জালমি এবং রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন। পাকিস্তানে নিরাপত্তা শঙ্কায় তাদের দেশে ফেরানোর কথা বলেছিল বিসিবি। তবে এখন টুর্নামেন্ট সরিয়ে নেয়ায় তাদের খেলার সম্ভাবনা রয়েছে।

এর আগে বিদেশি ক্রিকেটাররা চলমান পরিস্থিতিতে ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়ে দেন পিসিবিকে। পিএসএলে ছয় দলে প্রায় ৪০ জন বিদেশি ক্রিকেটার এবার অংশ নিয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer