Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

খালি চোখেই দেখা মিলছে গ্রহ-নক্ষত্রের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২, ৮ এপ্রিল ২০২০

প্রিন্ট:

খালি চোখেই দেখা মিলছে গ্রহ-নক্ষত্রের

ঢাকা : গ্রহ-নক্ষত্র দেখতে হলে টেলিস্কোপ যন্ত্রের প্রয়োজন হয়। তবে এবার সবাই খালি চোখেই দেখতে পারবেন গ্রহ-নক্ষত্র।

মহামারি করোনা পরিস্থিতিতে দূষণমুক্ত আকাশ। ধূলিকণার আস্তরণ নেই বললেই চলে। কাজেই, দেখা যাচ্ছে পরিষ্কার আকাশ। এ সময়টিও কিন্তু তারা দেখার জন্য একেবারে যথাযথ।

এপ্রিল মাসে, সামান্য সুযোগ থাকে শুকতারা, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শনি দেখার। এই সময় খালি চোখে আপনি মহাজাগতিক রোমাঞ্চের সাক্ষী থাকতে পারবেন। যেহেতু এখন দূষণের মাত্রা অনেকটাই কম তাই আরও স্পষ্ট দেখতে পেতে পারেন আপনি।

করোনা ভাইরাসের কারণে পৃথিবীর বহু দেশ এখন লকডাউনে রয়েছে। ফলে দূষণবিহীন আকাশে অচেনা তারাদের দেখা পেয়েছেন বিজ্ঞানীরা। সত্যিই এটি চমকপ্রদ ঘটনা। খালি চোখে যেসব নক্ষত্র দেখা যাবে-

বুধ (Mercury): পূর্ব দিগন্তের আকাশে দেখা যাবে। হলদে আভা বের হয় এই গ্রহ থেকে। তবে বুধকে দেখতে হলে সূর্য ওঠার এক ঘণ্টা আগে আকাশের দিকে চোখ রাখতে হবে।

শুক্রগ্রহ (Venus): এখন খালি চোখে একেবারে স্পষ্ট শুকতারা। সন্ধ্যায় মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশের দিকে ঢলে পরে শুক্রগ্রহ। চাঁদের কাছাকাছি সবচেয়ে উজ্জ্বল তারা। ২৬ এপ্রিলের মধ্যে পশ্চিম দিক থেকে ক্রমশ এই তারা দক্ষিণ দিকে সরে যাবে।

মঙ্গল (Mars): স্পেস ডট কমে প্রকাশিত তথ্য অনুসারে আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গল দক্ষিণপূর্ব দিকে দেখা যাবে। উজ্জ্বলতার রঙেই আলাদা করে চেনা যায় মঙ্গলকে। লাল ও কমলার মাঝামাঝি রঙের উজ্জ্বলতা দেখতে পাওয়া যায়।

বৃহস্পতিগ্রহ (Jupiter): আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহটি এবার পুরো মাস জুড়েই দৃশ্যমান থাকবে। মূলত পশ্চিম দিকে দেখা যাবে এটি। ১৫ এপ্রিল, চাঁদ বৃহস্পতি এবং শনির সঙ্গে থাকবে।

শনি (Saturn): ১৫ এপ্রিল ত্রিভুজের আকারে চাঁদ বৃহস্পতির পাশাপাশি শনি থাকবে। শনি কম উজ্জ্বলতার। বাকি তারাদের মতই, জ্বলজ্বল করে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer