Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২০ ১৪৩২, বুধবার ০৫ নভেম্বর ২০২৫

করোনায় হোয়াইট হাউসে ১১ প্রেসিডেন্টের সঙ্গে কাজ করা কর্মীর মৃত্যু 

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭, ২২ মে ২০২০

প্রিন্ট:

করোনায় হোয়াইট হাউসে ১১ প্রেসিডেন্টের সঙ্গে কাজ করা কর্মীর মৃত্যু 

কোভিড-১৯ মহামারী দাপট দেখাচ্ছে যুক্তরাষ্ট্রে। এই ভাইরাস হোয়াইট হাউসে ঢুকে পড়েছে।বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা কোয়ারেন্টিনে থেকে করোনার চিকিৎসা নিচ্ছেন।

এবার করোনা সংক্রমণে মারা গেলেন হোয়াইট হাউসে দীর্ঘ পাঁচ দশক দায়িত্ব পালন করা সাবেক পরিচারক উইলসন রুজভেল্ট জেরমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

১৯৫৭-২০১২ পর্যন্ত দীর্ঘ ক্যারিয়ারে যুক্তরাষ্ট্রের ১১ জন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছিল জেরমানের। প্রথমে হোয়াইট হাউসের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ নিয়েছিলেন তিনি। পরে কাজ করেছেন দারোয়ান হিসেবেও।

এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের ফার্স্ট লেডি জেকি কেনেডি জেরমানকে পরিচারক পদে পদোন্নতি দেন।এর কয়েকদশক পর সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও তাকে সম্মানিত করেন। মিশেলের আত্মজীবনী বই ‘বিকামিং’-এ জেরমানের একটি ছবিও রয়েছে।

জেরমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিশেল। জানিয়েছেন, তার মত একজন মানুষের সঙ্গে পরিচিত হতে পেরে তাদের পরিবার গর্বিত।

‘আমাদেরসহ হোয়াইট হাউসে ফার্স্ট ফ্যামিলিগুলোকে দশকের পর দশক অসাধারণ সেবা ও যত্ন দিয়ে সহযোগিতা করেছেন তিনি।’

Walton Refrigerator cables
Walton Refrigerator cables