ফাইল ছবি
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতবাক, বিস্মিত সবাই। বুধবারের ওই আগুন কেড়ে নিয়েছে কমপক্ষে ৪৪ জনের প্রাণ। এখনও কয়েকশ মানুষ নিখোঁজ। তাদের পরিণতি কি হয়েছে কেউ জানেন না। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আকস্মিকভাবে বেড়ে যেতে পারে। এই আগুন থেকে বেঁচে যাওয়া মানুষগুলো এক রকম ট্রমার মধ্যে আছেন।
তাদের মধ্যে আছেন থমাস লিউও। তিনি একজন ছাত্র। বলেছেন, এটা পুরোপুরি এক বিপর্যয়। ঘটনাস্থল থেকে একটি মৃতদেহ সরিয়ে নিতে দেখেছেন তিনি। তাই পো জেলার কাউন্সিলর মুই সিউ-ফাং বলেন, অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপ করেছে বা ফোন করেছে। বলেছে তাদের এখনো আত্মীয়রা ভেতরে আছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
হংকংয়ের তাই পো জেলায় আটটি আবাসিক ব্লক নিয়ে গড়া ওয়াং ফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সে লাগে এই ভয়াবহ আগুন। আগুন ছড়িয়ে পড়ায় এক হাজারেরও বেশি মানুষকে হাউজিং এস্টেট থেকে সরিয়ে নেয়া হয়। তাদের কেউ কেউ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হন। পুলিশ পাশের ব্লকগুলো থেকেও লোকজনকে সরিয়ে নিয়েছে। আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে এলেও কবে পুরোপুরি নিভবে, সে বিষয়ে নিশ্চিত নয় কর্তৃপক্ষ। একের পর এক অ্যাপার্টমেন্ট থেকে শিখা বের হতে দেখা যায়। এক মহিলা বলেন, তার বন্ধুরা ওই ভবনের ভেতরে থাকেন। ওয়াং ফুক কোর্টের দুই নম্বর ব্লকে ৪০ বছরেরও বেশি সময় ধরে বসবাসকারী হ্যারি চিয়াং রয়টার্সকে জানান, তিনি একটা খুব জোরালো শব্দ শুনেছেন এবং পাশের ব্লকে আগুন দাউদাউ করে জ¦লতে দেখেন।




