Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১২ ১৪৩২, বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫

গিনি বিসাউয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট গ্রেফতার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২১, ২৭ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

গিনি বিসাউয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট গ্রেফতার

ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ গিনি বিসাউয়ে সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেফতার করে ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। সেনা কর্মকর্তাদের একটি গ্রুপ দেশের ‘পুরো নিয়ন্ত্রণ’ নেয়ার দাবি করেছে। খবর আল জাজিরার।গিনি বিসাউয়ে চলতি সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই নির্বাচনে দুই শীর্ষস্থানীয় প্রার্থীর প্রত্যেকেই নিজেকে বিজয়ী বলে ঘোষণা দেন।

বুধবার সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি গ্রুপ ক্ষমতা দখলের ঘোষণা দেয়। টেলিভিশনে এক লিখিত বিবৃতিতে নিজেদের ‘হাই মিলিটারি কমান্ড ফর দ্য রেস্টোরেশন অব অর্ডার’ বলে পরিচয় দেন। ঘোষণায় তারা বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত’ নির্বাচনী প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।
 
এছাড়া আকাশ, নৌ ও স্থলসহ সব সীমান্ত বন্ধ ও রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। বুধবার দেশটির প্রেসিডেন্ট প্যালেস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের সদর দফতরের কাছে গোলাগুলির শব্দ শোনা যায়। এরপরই সেনা কর্মকর্তাদের ক্ষমতা দখলের ঘোষণা আসে।

গত রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্বাচনের পর তারা উভয়ই নিজেদের বিজয়ী হিসেবে ঘোষণা করেন।
 
নির্বাচন কমিশনের আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফলাফল ঘোষণার কথা ছিল। কিন্তু তার আগে সেনাবাহিনী ক্ষমতা দখলের কথা জানালো। প্রেসিডেন্ট উমারো সেনা অভ্যুত্থানের কথা নিশ্চিত করেছেন। তিনি টেলিফোনে এএফপিকে বলেছেন, ‘আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বর্তমানে সেনাবাহিনীর জেনারেল স্টাফ হেডকোয়ার্টারে আছি।’
 
প্রেসিডেন্টের পাশাপাশি প্রধান বিরোধী দলীয় নেতা ডমিঙ্গোস সিমোয়েস পিরেইরাকেও গ্রেফতার করা হয়েছে। আলজাজিরা জানিয়েছে, সেনাবাহিনী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার চেষ্টা করছে। এরই মধ্যে কারফিউ জারি হয়েছে।
 
এই সেনা অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান ডেনিস এন’কানহা। প্রেসিডেন্টকে নিরাপত্তার দেয়ার দায়িত্বে থাকা এই সেনা কর্মকর্তাই প্রেসিডেন্টকে গ্রেফতার করেছেন।
 
১৯৭৪ সালে পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে গিনি বিসাউ। এরপর থেকে দেশটিকে একাধিকবার অভ্যুত্থান এবং অভ্যুত্থান চেষ্টার ঘটনা ঘটেছে। বিতর্কিত এ নির্বাচনে প্রধান বিরোধী দলকে নির্বাচন করতে দেয়া হয়নি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables