ছবি: সংগৃহীত
আফগানিস্তানের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে পাকিস্তানের সামরিক বাহিনীর হামলায় ১০ জন নিহত হয়েছেন। একটি বাড়িতে চালানো বোমা হামলায় অন্তত নয়টি শিশু ও এক নারী নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১২টার দিকে গুরবুজ জেলায় এ হামলা হয়।
মঙ্গলবার তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানায়।
ওই পোস্টে তিনি লিখেছেন, ‘স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা ফেলেছে পাকিস্তানের আক্রমণকারী বাহিনী। তিনি কাজী মিরের ছেলে। এ হামলায় নয়টি শিশু (পাঁচ ছেলে ও চার মেয়ে) এবং এক নারী নিহত হয়েছেন। বাড়িটিও পুরোপুরি ধ্বংস হয়েছে।’




