ফাইল ছবি
এবার ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠছে মিয়ানমারের উপকূল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য মতে, রোববার বাংলাদেশ সময় ১০টা ৩৯ মিলিটে আঘাত হানে ওই ভূকম্পন। যার প্রভাব প্রতিবেশী থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। শুক্র ও শনিবার বাংলাদেশে চার দফা ভূমিকম্পের পরপরই এই ঘটনা ঘটলো।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, গত শুক্রবার বাংলাদেশে আঘাত হানে ৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্প। এতে অন্তত ১০ জন প্রাণ হারান। এই ঘটনার পরদিনই (শনিবার) আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। এগুলো শনিবারের ভূমিকম্পের আফটাশক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।




