Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৮ ১৪৩২, রোববার ২৩ নভেম্বর ২০২৫

এবার ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার উপকূল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৮, ২৩ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

এবার ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার উপকূল

ফাইল ছবি

এবার ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠছে মিয়ানমারের উপকূল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য মতে, রোববার বাংলাদেশ সময় ১০টা ৩৯ মিলিটে আঘাত হানে ওই ভূকম্পন। যার প্রভাব প্রতিবেশী থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। শুক্র ও শনিবার বাংলাদেশে চার দফা ভূমিকম্পের পরপরই এই ঘটনা ঘটলো। 

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, গত শুক্রবার বাংলাদেশে আঘাত হানে ৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্প। এতে অন্তত ১০ জন প্রাণ হারান। এই ঘটনার পরদিনই (শনিবার) আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। এগুলো শনিবারের ভূমিকম্পের আফটাশক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables