Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৫ ১৪৩২, সোমবার ১০ নভেম্বর ২০২৫

ফিলিপিন্সে আঘাত হেনেছে সুপার টাইফুন ফাং-ওং, নিহত ২

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৪১, ১০ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

ফিলিপিন্সে আঘাত হেনেছে সুপার টাইফুন ফাং-ওং, নিহত ২

ছবি: সংগৃহীত

ফিলিপিন্সের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে সুপার টাইফুন ফাং-ওং। এতে দুজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক অঞ্চল। রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।টাইফুন কালমেইগির ক্ষত শুকাতে না শুকাতেই ফিলিপিন্সে আঘাত হানলো আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। রোববার স্থানীয় সময় রাতে দেশটির উত্তরাঞ্চলে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি।

ফিলিপিন্সের আবহাওয়া সংস্থা পাগাসার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে ফাং-ওং স্থলভাগে আঘাত হানে লুজন দ্বীপের অরোরা প্রদেশে। ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ো হাওয়ায় লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় অঞ্চল। কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

অরোরা, ইসাবেলা ও বিকল অঞ্চলে ঝড়ের প্রভাবে তলিয়ে যায় বহু গ্রাম। ঝড়ের আগেই আশ্রয়কেন্দ্রে নেয়া হয় অন্তত দশ লাখ মানুষকে। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। পাশাপাশি, বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি বিমানবন্দর। রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।

ফাং-ওং স্থানীয়ভাবে 'উয়ান' নামে পরিচিত। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার থেকে উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে ঝড়টি তাইওয়ান প্রণালির দিকে এগোবে। এরপর বৃহস্পতিবার পশ্চিম তাইওয়ানে পৌঁছে ঝড়টি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
 
এর আগে গত সপ্তাহে দেশটিতে আঘাত হানে টাইফুন কালমেইগি। সে সময় দুই শতাধিক মানুষ প্রাণ হারান। গৃহহীন হয়েছেন লাখো মানুষ।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables