Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১১ ১৪৩২, বুধবার ২৬ নভেম্বর ২০২৫

স্টুডেন্ট ভিসার আবেদন নিয়ে জার্মান রাষ্ট্রদূতের পরামর্শ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৩, ২৬ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

স্টুডেন্ট ভিসার আবেদন নিয়ে জার্মান রাষ্ট্রদূতের পরামর্শ

ফাইল ছবি

ঢাকায় ‍নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ বলেছেন, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা ভুয়া তথ্য বা সঠিকভাবে আবেদন না করা।বুধবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিক্যাব আলোচনায় গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন জার্মান রাষ্ট্রদূত।

তিনি বলেন, ভুয়া তথ্য বা সঠিকভাবে আবেদন না করা ভিসা দেয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। এক্ষেত্রে শিক্ষার্থীদের সঠিকভাবে আবেদন করতে হবে।

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে রুডিগার লোটজ বলেন, জুলাই সনদ অনুসারে সংস্কার প্রক্রিয়ার চলমান থাকা প্রয়োজন। রাজনৈতিক দলগুলো সংস্কার প্রক্রিয়া নিয়ে অঙ্গীকারাবদ্ধ। যা নির্বাচনের পরেও চলমান থাকা দরকার। 

জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচন নিয়ে পদক্ষেপের ওপর আস্থা রাখছে জার্মানি। ২০২৬ সালের সবচেয়ে বড় ভোট হতে যাচ্ছে বাংলাদেশে। নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আশা করছে জার্মানি। 

এসময় রোহিঙ্গা ইস্যুতে জার্মানি বাংলাদেশের পাশে আছে বলেও জানান তিনি

Walton Refrigerator cables
Walton Refrigerator cables