ছবি: সংগৃহীত
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কার্যক্রমের সংস্কারের দাবিত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৭তম বিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীরা।
সোমবার দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেইট সংলগ্ন এ অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলমান রয়েছে।আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, পিএসসি কর্তৃক ঘোষিত লিখিত পরীক্ষার সময়সূচি অত্যন্ত স্বল্প, যা তাদের জন্য ‘অযৌক্তিক জুলুম’ স্বরূপ।
অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা ‘২৪ এর বাংলায়, বৈষম্যের ঠাই নাই’, ‘বৈষম্যবিরোধী বাংলায়, স্বৈরাচারের ঠাই নাই’, ‘৪৭ মারা রোডম্যাপ, বাতিল চাই করতে হবে’, ‘সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস’, ‘সময় চাই সময় চাই, যৌক্তিক সময় চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
এই অবরোধের ফলে সাভার, নবীনগর এবং এর আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।




