Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১০ ১৪৩১, শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫

পশ্চিমা হাইব্রিড যুদ্ধ মোকাবেলা নতুন পররাষ্ট্রনীতি ঘোষণা পুতিনের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭, ১ এপ্রিল ২০২৩

প্রিন্ট:

পশ্চিমা হাইব্রিড যুদ্ধ মোকাবেলা নতুন পররাষ্ট্রনীতি ঘোষণা পুতিনের

ছবি: সংগৃহীত

পশ্চিমা হাইব্রিড যুদ্ধ মোকাবেলার জন্য তার দেশের নতুন পররাষ্ট্রনীতি অনুমোদন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

ইউক্রেন সংঘাতের মধ্যে পশ্চিমা শক্তিগুলো রাশিয়াকে খাটো করার যে প্রচেষ্টা চালাচ্ছে সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে নতুন এই পররাষ্ট্রনীতি অনুমোদন করেন পুতিন।প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে বড় রকমের পরিবর্তনের ফলে রাশিয়ার পররাষ্ট্রনীতিতে মৌলিক পরিবর্তন আনা হচ্ছে। নতুন পররাষ্ট্রনীতি সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, রাশিয়ার দৃষ্টিভঙ্গি হচ্ছে, পশ্চিমা শক্তিকে রাশিয়া বাস্তব হুমকি মনে করে।এর আগে রাশিয়া ২০১৬ সালে পররাষ্ট্র নীতি ঘোষণা করেছিল। সে সময় সন্ত্রাসবাদ বিরোধী লড়াই, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, বৈশ্বিক অঙ্গনে রাশিয়ার উপস্থিতি এবং রুশ জাতির সার্বভৌমত্ব রক্ষা করা ছিল রাশিয়ার পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer