Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩০ ১৪৩২, সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫

বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪, ৩ জুন ২০২৫

প্রিন্ট:

বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু

ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি’র) বাসের ঈদ স্পেশাল সার্ভিস। যা চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।

এবারের ঈদযাত্রায় নিয়মিত বাস রুটের বাইরে প্রায় ৬৫০টি বাস ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চলাচল করবে। গত ২৪ মে থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রয় শুরু হয়।

গতকাল সোমবার রাজধানীর মতিঝিলের বিআরটিসির প্রধান কার্যালয়ে সম্মেলন কক্ষে এক সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। বিআরটিসির নতুন চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা সভার সভাপতিত্ব করেন। 

সভায় বিআরটিসির চেয়ারম্যান জানান, সারা দেশে ঘরমুখো মানুষের সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে প্রতি বছরের ন্যায় এবারও আগামী ৩ জুন থেকে বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চলাচল করবে। গাড়ি নির্ধারিত সময়ে ছেড়ে যাবে, গাড়িতে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না এবং বিআরটিএর নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না।

তিনি বলেন, ‘সাধারণ যাত্রীরা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বাড়ি আসা-যাওয়া করতে পারেন সেই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ঈদ সার্ভিসে যাত্রীসেবা দেওয়া কোনো গাড়ি যেন রাস্তায় বন্ধ হয়ে না যায়- সেজন্য কারিগরি বিভাগ থেকে যাত্রা শুরু আগের দিনই প্রতিটি গাড়ির ফিটনেস পরীক্ষা করে একটা সনদ দিতে হবে।’

সভায় জানানো হয়, প্রতিটি গাড়িতে চালকের নাম, মোবাইলফোন নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, প্রধান কার্যালয়ের কন্ট্রোল রুমের নম্বর সম্বলিত স্টিকার লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে করে যাত্রীরা যে কোনো সমস্যার বিষয়ে বিআরটিসিকে অবগত করতে পারে।

উল্লেখ্য, যাত্রীসেবার মানোন্নয়ন এবং এ সমস্ত নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে প্রধান কার্যালয় সহ সকল ডিপো ইউনিটে ২৪/৭ কন্ট্রোল রুম (টেলিফোন: ০২ ৪১০৫৩০৪২, মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪) চালু করা হয়েছে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন করপোরেশনের পরিচালক প্রশাসন ও অপারেশন মো. রাহেনুল ইসলাম, পরিচালক কারিগরি কর্নেল কাজী আইয়ুব আলী, জিএম, ডিজিএম, অপারেশন বিভাগের কর্মকর্তা সহ কর্পোরেশনের সকল ডিপো বা ইউনিট প্রধানগণ ভার্চুয়াল ভিডিও কনফারেন্স এ যুক্ত ছিলেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables