Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১১ ১৪৩২, সোমবার ২৭ অক্টোবর ২০২৫

স্বাভাবিক হয়নি মেট্রোরেল চলাচল : খসে পড়া প্যাড মেরামতের কাজ চলছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪০, ২৭ অক্টোবর ২০২৫

আপডেট: ০৯:৪৩, ২৭ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

স্বাভাবিক হয়নি মেট্রোরেল চলাচল : খসে পড়া প্যাড মেরামতের কাজ চলছে

ফাইল ছবি

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল লাইনের যে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটেছে, সেটি এখন মেরামতের কাজ করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারিগরি টিম।সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, কাজ চলছে। টেকনিক্যাল টিমের সঙ্গে কথা হলে তারা জানান, দ্রুতই কাজ শেষ করে আজকের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা।

অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করেছেন জাপানি কারিগরি দলের একজন সদস্য।

এর আগে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের সংলগ্ন ৪৩৩ নম্বর পিলার থেকে একটি রাবারের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর থেকে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables