Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

ভুলে পাসপোর্ট অফিসে রেখে গিয়েছিলেন পাইলট: তদন্ত কমিটি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৬, ১৭ জুন ২০১৯

প্রিন্ট:

ভুলে পাসপোর্ট অফিসে রেখে গিয়েছিলেন পাইলট: তদন্ত কমিটি

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ নিয়ে পাসপোর্ট ছাড়াই পাইলট কাতার যাওয়ার ঘটনা তদন্তে যে কমিটি গঠন করা হয়েছিল, আজ প্রতিবেদন জমা দিয়েছে সেই কমিটি।

সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে প্রতিবেদন জমা দেয় কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, ভুলে পাসপোর্ট রেখে গিয়েছিলেন উড়োজাহাজের পাইলট।

পাইলট ফজল মাহমুদ চৌধুরী ভুল করে পাসপোর্ট বলাকা ভবনে তার অফিসে রেখে গিয়েছিলেন বলে নিশ্চিত হয়েছে তদন্ত কমিটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটের পাসপোর্টবিহীন কাতার যাত্রার ঘটনা অনুসন্ধানে গত ৭ জুন মন্ত্রিপরিষদ বিভাগ তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটিকে প্রথমে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। পরে কমিটি আরও তিন কর্মদিবস সময় বাড়িয়ে নেয়। সেই ছয় কর্মদিবস শেষ হওয়ার আগেই রোববার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের হাতে কমিটি প্রতিবেদন জমা দেয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer