Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

স্থগিত হয়ে গেল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫, ১৩ অক্টোবর ২০২০

প্রিন্ট:

স্থগিত হয়ে গেল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীতে ক্রিকেটের একটার পর মেগা আসর স্থগিত হচ্ছে। এ বছরের অক্টোবর-নভেম্বরে আইসিসির মেগা আসর টি-২০বিশ্বকাপ এবং সেপ্টেম্বরে এসিসি`র মেগা আসর এশিয়া কাপ স্থগিত হওয়ার খবর ইতোমধ্যে জেনে গেছে সবাই।

আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট। এই আসরটিও হয়ে গেল স্থগিত। ক্রিকবাজকে এ তথ্য দিয়েছে বিসিবি`র গেম ডেভেলপম্যান্ট কমিটির ম্যানেজার এ ই ই কাওসার। স্থগিত হয়ে যাওয়া এশিয়া কাপ আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। তবে এশিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের পরবর্তী দিনক্ষন চূড়ান্ত হয়নি।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতিটা ভালই ছিল বিসিবি`র গেম ডেভেলপম্যান্ট কমিটির। জৈব সুরক্ষায় বিকেএসপিতে ৪৬ ক্রিকেটারকে নিয়ে প্রথম পর্যায়ের অনুশীলন ক্যাম্প শেষ করে দ্বিতীয় দফায় ২৮ জনকে নিয়ে চলছে ক্যাম্প। দল যখন চূড়ান্ত করার পর্যায়ে তখন স্থগিত হয়ে গেল এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer