Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২২ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

তিন মাস পর্যবেক্ষণে থাকতে হবে তামিমকে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮, ২৫ মার্চ ২০২৫

প্রিন্ট:

তিন মাস পর্যবেক্ষণে থাকতে হবে তামিমকে

ফাইল ছবি

আপাতত শঙ্কামুক্ত তামিম ইকবাল। শরীরের উন্নতিও হয়েছে। তবে এখনই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। কমপক্ষে তিন মাস পর্যবেক্ষণে থাকতে হবে তামিমকে।

মঙ্গলবার সাভারের কেপিজে হাসপাতালে তামিমের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণের পর এ খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।

ডা. আবু জাফর বলেন, ‘উনার (তামিমের) শারীরিক অবস্থা আশাব্যঞ্জক। কিন্তু যেই চিকিৎসা হয়েছে তাতে অ্যাকশন-রিক্যাশন হতে পারে। আবার যেই রিং লাগানো হয়েছে সেটাও কাজ না করতে পারে। সেই ঝুঁকি রয়েছে। তাদের পরিবারকে বুঝিয়েছি। এ মুহূর্তে তার মুভ করা খুবই ঝুঁকিপূর্ণ। সেই বিষয়ে তামিমের সঙ্গেও কথা বলেছি। এটা স্বাভাবিক যে সর্বোচ্চ চিকিৎসা যেখানে থাকবে সেখানে মানুষ যেতে চাইবে। কিন্তু তার জন্য যাওয়াটা নিরাপদ কিনা সেটাও ভেবেছি। তবে তারা আমাদের ডাক্তারদের সিদ্ধান্তকে সম্মান করছে।’

তিনি আরও বলেন, ‘এই তিন মাস অবজারভেশনে থাকবেন তামিম। উনার শারীরিক অবস্থা কি, উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে সেসব বিবেচনা করে দেখা হবে। তার মেডিকেল বোর্ড তাকে অনুমতি দিলে সে খেলতে পারবে।