Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

রকেটযাত্রার আগে টেসলার গাড়িতে চড়বেন মার্কিন মহাকাশচারীরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১০, ১৫ মে ২০২০

প্রিন্ট:

রকেটযাত্রার আগে টেসলার গাড়িতে চড়বেন মার্কিন মহাকাশচারীরা

মার্কিন মহাকাশ গবেষণার ইতিহাসে এই প্রথম উড্ডয়নের আগে গাড়িতে করে রকেট লঞ্চপ্যাডে যাবেন দেশটির দুই মহাকাশচারী। গত এক দশকের ভেতর মার্কিন বিজ্ঞানীদের মধ্যে প্রথমবার রকেটে কক্ষপথে ঘুরবেন তারা।

আমেরিকার মাটি থেকে মহাকাশে উড়ার আগে প্রায় ৯ কিলোমিটার পথ যেতে টেসলার গাড়ি ব্যবহার করা হবে। বৃহস্পতিবার সেই মডেলটি উন্মোচন করেছে নাসা।

নাসা আগেই জানিয়েছিল, ২৭ মে ঐতিহাসিক এই রকেটযাত্রা শুরু হবে। নাসার কর্মকর্তা জিম ব্রাইডেনস্টাইন টুইটারে লিখেছেন, টেসলা বিষয়ক কিছু খবর জানাতে চাই, যা হয়তো সবারই ভালো লাগবে। মডেল এক্স দেখে নিন। ডেমো-২ মিশনের জন্য এই গাড়িতে চড়বেন বব বেহনকেন এবং ডগ হারলি।

গাড়িতে নাসার লাল, সাদা এবং নীল রংয়ের সমন্বয় দেখা গেছে। নাসার ওয়েবসাইট থেকে জানা গেছে, বেহনকেন এবং হারলি নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা করবেন।

এই মিশনে দুই বিজ্ঞানী ক্রু ড্রাগন ক্যাপসুলের সব পার্ট পরীক্ষা করে দেখবেন। নাসার ইতিহাসে এই প্রথম কক্ষপথে থাকা অবস্থায় মহাকাশচারীরা স্পেসএক্স ক্রু ড্রাগন পরীক্ষা করবেন।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পাঠাতে মহাকাশযান চূড়ান্ত করার শেষ ধাপ এটি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables