
ঢাকা : আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়ে আসছে অনেকদিন হলো। নারী অধিকার আজ উচ্চারিত হয় সব স্তর থেকে। দিনে দিনে সমাজে দৃষ্টিভঙ্গিগত অনেক পরিবর্তনও এসেছে।
মঙ্গলবার প্রতি বছরের মতো পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। কর্মস্থলে কিংবা অন্যত্র-সবখানেই আজ নারীদের সম্মানিত-অভিনন্দিত করার আয়োজন।
রাজধানীতে কর্মস্থলে নারীদের অভিনন্দিত করার এই ছবিটি ধারণ করেছেন আলোকচিত্র মিজানুর রহমান খোকা।