Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৯ ১৪৩১, শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪

নিউইয়র্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, হতাহত ৭

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৯, ২৯ জুলাই ২০২৪

প্রিন্ট:

নিউইয়র্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, হতাহত ৭

ফাইল ছবি

বন্দুক হামলার দেশ যুক্তরাষ্ট্রে আবারও ঝড়লো প্রাণ। নিউইয়র্কের রচেষ্টার সিটির একটি পার্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পার্কের ভেতর হঠাৎ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। রচেস্টার পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন গ্রেগ বেলো এক সংবাদ সম্মেলনে বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে পার্কের ভেতর হঠাৎ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে নিরাপত্তা বাহিনী। 

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বেশ কয়েকজনকে সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখে। গুলিবিদ্ধ নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।

যুক্তরাষ্ট্রে প্রায়ই বন্দুক হামলার ঘটনা ঘটে। প্রতিবছরই এ ধরনের ঘটনায় কয়েকশ মানুষের মৃত্যু হয়। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩০২টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer