Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৫ ১৪৩১, সোমবার ২৯ এপ্রিল ২০২৪

পঞ্চগড়ের তাপমাত্রা সর্বনিম্ন ৫.২ ডিগ্রি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৩, ৩১ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

পঞ্চগড়ের তাপমাত্রা সর্বনিম্ন ৫.২ ডিগ্রি

ঢাকা : পঞ্চগড়ে আজকের তাপমাত্রা সর্বনিম্ন ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় সর্বনিম্ন ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।মাত্র তিন ঘণ্টার ব্যবধানে সকাল ৯টায় এ তাপমাত্রা কমে হয় ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা তিন ঘণ্টার ব্যবধানে ৪ পয়েন্ট কমে নিচে নেমে এসেছে।

এদিকে, তাপমাত্রা কমলেও সকাল ৮টা থেকে জেলায় সূর্যের দেখা মিলেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে রোববার (২৯ ডিসেম্বর) দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, পাহাড়ি হিম বাতাসের কারণে তেঁতুলিয়ায় বাড়ছে হাঁড়কাপানো শীতের প্রকোপ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer