Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৯ ১৪৩১, সোমবার ১৩ মে ২০২৪

উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের শঙ্কা :কৃষকদের জরুরি নির্দেশনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩, ২৮ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের শঙ্কা :কৃষকদের জরুরি নির্দেশনা

ফাইল ছবি

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী ৩ মে থেকে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওড় এলাকায় (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনা) ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।

এ অবস্থায়, হাওড় এলাকার ফসল রক্ষায় বিশেষ নির্দেশনা দিয়েছে কৃষি বিভাগ।

নিদের্শনা মতে বোরো ধান ৮০ শতাংশ পরিপক্ক হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে নিরাপদ ও শুকনো জায়গায় রাখতে বলা হয়েছে। এছাড়া দ্রুত পরিপক্ক সবজি সংগ্রহ, কলা ও অন্যান্য উদ্যানতাত্বিক ফসল এবং সবজির জন্য খুঁটির ব্যবস্থা করতে বলা হয়েছে

পাশাপাশি কৃষি জমির নিষ্কাশন নালা পরিষ্কার, ধানের জমিতে পানি জমতে না দেয়া, জমির আইল উঁচু করা, ফসলের জমি থেকে অতিরিক্ত পানি সরিয়ে ফেলার ব্যবস্থা রাখতেও কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে। বৃষ্টির সময় সেচ, সার ও বালাইনাশক না দেয়া এবং বৃষ্টির পর বালাইনাশক প্রয়োগেরও পরামর্শ দেয়া হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer