 
									ফাইল ছবি
গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার বিকালে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের কাওরাইদ স্টেশনের উত্তর পাশে ক্ষিরো নদীর ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের সঠিক পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান, দুই ব্যক্তির বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। স্বজনরা একজনের লাশ উদ্ধার করে নিয়ে গেছেন। অপর একজনের লাশ রেল সড়কের পাশে পড়ে আছে।
স্থানীয়রা জানান, বিকালে দুই ব্যক্তি রেল সড়কের ওপর দিয়ে হেঁটে ক্ষিরো নদীর রেলসেতু পার হতে যাচ্ছিলেন। এ সময় মোহনগঞ্জ এক্সপ্রেস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
কাওরাইদ স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আল আমীন হোসেন জানান, ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. সেতাফুর রহমান জানান, ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





 
											 
											 
											 
											 
											 
											 
											