Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১১ ১৪৩২, রোববার ২৫ জানুয়ারি ২০২৬

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩, মহাসড়ক অবরোধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ২৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:৫৩, ২৫ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩, মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে।রোববার বিকেলে পুঠিয়ার পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় রাজশাহী-নাটোর মহাসড়ক শিক্ষার্থী ও স্থানীয়রা অবরোধ করলে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। রাত ৮ টা পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি।নিহতরা হলেন- রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রিপল-ই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত ইসলাম। এছাড়া একজন নারী ও পুরুষের (৪০) মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
 
এ ঘটনায় আহতরা হলেন- পুঠিয়ার আটভাগা এলাকার ময়নুল ইসলামের ছেলে মুকুল হোসেন (৩৫), সিংহপাড়ার মুশা মন্ডলের ছেলে মোজাম্মেল হক (৫০), পাবনার ঈশ্বরদী উপজেলার এরশাদ আলীর ছেলে রিফাত হোসেন (৩০), একই উপজেলার মোজাম্মেল হকের ছেলে রুহুল আমিন (৪০) ও দুই শিশু।
 
কর্তব্যরত চিকিৎসক সকলকেই মেডিকেলের ৮ নম্বর ও ৩১ নম্নর ওয়ার্ডে ভর্তি করেন।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে- দুর্ঘটনায় কবলিত অটোরিকশাটি পুঠিয়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মুখোমুখি হয়ে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ভেঙে যায়৷ এতে ঘটনাস্থলেই শান্তর মৃত্যু হয়। এসময় হাসপাতালে নেয়ার পথে একজন পুরুষ ও একজন নারী মারা যায়। তবে প্রাথমিক অবস্থায়তাদের পরিচয় পাওয়া যায়নি৷
 
এদিকে ঘটনার পর পুলিশের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। 
 
রামেক হাসপাতালে মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন- পুঠিয়া থেকে হাসপাতালে দুজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে আরও ছয়জন আহত অবস্থায় এসেছেন। তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। এছাড়া নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। 
 
বিষয়টি নিয়ে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ও পবা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এর মুঠোফোনে কল করা হলে তারা রিসিভ করেননি। তাই এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Walton
Walton