Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

চিরনিদ্রায় শায়িত মিতা হক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪, ১১ এপ্রিল ২০২১

প্রিন্ট:

চিরনিদ্রায় শায়িত মিতা হক

চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ‌্য রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক। রোববার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের ভাওয়াল স্কুল মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে নিজ গ্রামে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

এরআগে ছায়ানটে শুভার্থী-প্রিয়জনরা মিতা হককে শেষ শ্রদ্ধা জানান। পরে মরদেহ কেরানীগঞ্জের নিয়ে যাওয়া হয়। সেখানে ভাওয়াল স্কুল মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।

রোববার সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান করোনাক্রান্ত মিতা হক। তার বয়স হয়েছিল ৫৮ বছর। ১১টায় তার মরদেহ নেওয়া হয় ছায়ানট প্রাঙ্গনে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন সাংস্কৃতিক অঙ্গনের অনেকে।

মিতা হক ছায়ানটের রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান ছিলেন। তাছাড়া দায়িত্বপালন করেছেন রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের সহ-সভাপতি হিসেবে। এছাড়া সুরতীর্থ নামে একটি সংগীত প্রশিক্ষণ দল ছিল এই শিল্পীর।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables