Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫

বিখ্যাত সরোদবাদক ওস্তাদ আশীষ খাঁ মারা গেছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮, ১৫ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

বিখ্যাত সরোদবাদক ওস্তাদ আশীষ খাঁ মারা গেছেন

ফাইল ছবি

বিখ্যাত সরোদবাদক ওস্তাদ আশীষ খাঁ মারা গেছেন। আজ  ৮৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের মারা যান তিনি। আশীষ খাঁ ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি ও ওস্তাদ আলী আকবর খাঁর ছেলে। আশীষ খাঁর ভাতিজা সিরাজ আলী খাঁ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ট্রাডিশনাল ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম’ বিভাগে ‘গোল্ডেন স্ট্রিং অব দ্য সরোদ’-এর জন্য মনোনয়ন পেয়েছিলেন আশীষ খাঁ। আশীষ খাঁ একাধিকবার বাংলাদেশে শো করে গেছেন।

১৯৬৭ সালে তবলাবাদক ওস্তাদ জাকির হোসেনকে সঙ্গে নিয়ে ইন্দো-আমেরিকান সংগীত গোষ্ঠী ‘শান্তি’ গঠন করেন ওস্তাদ আশীষ খাঁ। ২০০৭ সালে তিনি ভারতের প্রথম শাস্ত্রীয় সংগীতজ্ঞ হিসেবে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অব গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ডের ফেলো হিসেবে নির্বাচিত হন।

১৯৩৯ সালে ভারতের মাইহারে জন্মগ্রহণ করেন আশীষ খাঁ। মাত্র ১২ বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে শো করেছেন তিনি। তিনি দাদা ও বাবার সঙ্গে কলকাতায় ‘তানসেন মিউজিক কনফারেন্স’-এ শো করেছেন আশীষ।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables