Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

বাদ জোহর সাদী মহম্মদের জানাজা : দাফন মোহাম্মদপুরে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৮, ১৪ মার্চ ২০২৪

প্রিন্ট:

বাদ জোহর সাদী মহম্মদের জানাজা : দাফন মোহাম্মদপুরে

ফাইল ছবি

প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী সাদী মহম্মদের নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। দাফন করা হবে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘরের দরজা ভেঙে সাদী মহম্মদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

সাদীর মহাম্মদ, সংগীতাঙ্গনে একজন নক্ষত্র। তাকে বাদ দিয়ে কখনো সম্পন্ন হবে না বাংলাদেশের রবীন্দ্রসংগীতের ইতিহাস। গত কয়েক দশক তার দরাজকন্ঠে মুহিত করেছেন কোটি দর্শককের হৃদয়। কিন্তু হঠাৎই স্বেচ্ছায় পৃথিবীকে বিদায় জানালেন তিনি। 

পরিবারের সদস্যরা জানান, বুধবার ইফতারের পরও তানপুরা নিয়ে সংগীত চর্চা করেছেন সাদী মহম্মদ। কিন্তু সন্ধ্যার পর তার ঘরের দরজা বন্ধ দেখা যায়। পরে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। রাত সাড়ে নয়টার দিকে সোরওয়ার্দী হাসপাতালে আনা হয় মরদেহ। 

তার মৃত্যুর খবরে ছুটে আসেন সংস্কৃতি অঙ্গণের গুণী ব্যক্তিরা। তার শিক্ষার্থীরা ও কাছেরজনরা মনে করেন জীবনদশায় মূল্যায়িত হননি সাদী মহম্মদ। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer