Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২০ ১৪৩২, শনিবার ০৬ সেপ্টেম্বর ২০২৫

ফ্যাশন কিংবদন্তি জর্জিও আরমানি আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ৫ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

ফ্যাশন কিংবদন্তি জর্জিও আরমানি আর নেই

ফাইল ছবি

ইতালির ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি আর নেই। মার্কিন গণমাধ্যম টিএমজেড জানিয়েছে, বৃহস্পতিবার নিজ বাসভবনে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ফ্যাশন কিংবদন্তি। এ সময় তার পরিবারের সদস্যরা তাকে ঘিরে ছিলেন। এক বিবৃতিতে আরমানি গ্রুপ জানিয়েছে, অসীম দুঃখের সঙ্গে জানাচ্ছি- আমাদের প্রতিষ্ঠাতা, (গ্রুপের) স্রষ্টা এবং নিরলস প্রেরণাদাতা জর্জিও আরমানি আর নেই। শেষ দিন পর্যন্ত তিনি তার প্রতিষ্ঠান, সবকিছু সংগ্রহ আর চলমান ও ভবিষ্যৎ প্রকল্পে নিজেকে নিবেদিত রেখেছিলেন। 

শনিবার ও রবিবার মিলানের ‘আরমানি টিওট্রো’ত সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জনসাধারণের জন্য শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা থাকবে। পরে একটি ব্যক্তিগত অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সহকর্মী ফ্যাশন ডিজাইনার ডোনাটেলা ভার্সাচে শোকবার্তায় বলেছেন, আমরা এক মহান মানুষকে হারালাম। তিনি ইতিহাস সৃষ্টি করেছেন, আর চিরদিন মনে রাখা হবে তাকে। 

ইতালির ছোট শহর পিয়াচেনজায় ১৯৩৪ সালের জুলাই মাসে জন্ম এই কিংবদন্তির। শুরুতে তিনি ডাক্তার হতে চেয়েছিলেন। মিলানের একটি ডিপার্টমেন্ট স্টোরে উইন্ডো ড্রেসার হিসেবে খণ্ডকালীন কাজ তাকে ফ্যাশনের জগতে টেনে আনে। বিংশ শতকের অন্যতম প্রভাবশালী ডিজাইনার হিসেবে আরমানি লালগালিচার ফ্যাশনকে নতুন মাত্রা দেন। আধুনিক এলিগ্যান্স বা সৌন্দর্যচেতনার সংজ্ঞা বদলে দেন তিনি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables