Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৪ ১৪৩২, বুধবার ২০ আগস্ট ২০২৫

স্বপ্ন-তে ১৬০ টাকায় গরুর মাংস-আলু মিক্স কম্বো

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩, ১ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

স্বপ্ন-তে ১৬০ টাকায় গরুর মাংস-আলু মিক্স কম্বো

ফাইল ছবি

বাংলাদেশের সেরা রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’ এবার গ্রাহকদের কেনার সুবিধার্থে এনেছে গরুর মাংস ও আলু মিক্স কম্বো নিয়ে সাশ্রয়ী অফার। শুক্র ও শনিবার ঢাকা, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার জোনের নির্দিষ্ট আউটলেটে এই অফার থাকবে।

‘স্বপ্ন’ কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট পরিবারের কেনার সুবিধার্থে গরুর মাংসের সঙ্গে আলুসহ কম্বো প্যাক করা হয়েছে। যেখানে কম্বো প্যাকটির নাম গরুর মাংস-আলু মিক্স (স্মল)। ছোট এই প্যাকে থাকছে গরুর মাংস ২০০ গ্রাম এবং আলু ১০০ গ্রাম (১০ পিস গরুর মাংসের সাথে ১০ পিস আলু) যার বিক্রয়মূল্য রাখা হয়েছে মাত্র ১৬০ টাকা।

আর একটি প্যাকে থাকছে গরুর মংস-আলু মিক্স (লার্জ) বড়। এই প্যাকে ৩৭৫ গ্রাম মাংসের সঙ্গে ২০০ গ্রাম আলু থাকবে- যার বিক্রয়মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা।

মূলত, একটি পরিবারের এক বা দুবেলার মাংস-ভাতের আয়োজনে ক্রেতাদের জন্যে সুবিধাজনক এই প্যাক এনেছে ‘স্বপ্ন’।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables