Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৬ ১৪৩১, শনিবার ১২ অক্টোবর ২০২৪

বঙ্গভবনে নতুন মন্ত্রীদের আপ্যায়নে যা থাকছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ১১ জানুয়ারি ২০২৪

প্রিন্ট:

বঙ্গভবনে নতুন মন্ত্রীদের আপ্যায়নে যা থাকছে

ফাইল ছবি

বঙ্গভবনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। নতুন মন্ত্রীদের আপ্যায়নে সেখানে নানা খাবারের আয়োজন রাখা হয়েছে।

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।এ উপলক্ষে এক হাজারেরও বেশি অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বঙ্গভবনে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি কার্যালয়ের খাবারের তালিকা থেকে জানা যায়, বরাবরের মতো এবারও আনা হয়েছে বৈচিত্র্য।রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন জানান, মাংস ও সবজিজাতীয় খাবারে প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ফলেরও ব্যবস্থা করা হয়েছে।

খাবার হিসেবে দেওয়া হবে মাটন শিক কাবাব, চিকেন শাশলিক, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। এ ছাড়া বয়েল্ড ভেজিটেবলসের সঙ্গে দেওয়া হবে মাশরুম, পনির সমুচা ও স্পাই।

জয়নাল আবেদীন আরো জানান, মিষ্টিমুখ করানোরও আয়োজন রয়েছে। পরিবেশন করা হবে পাটিসাপটা পিঠার পাশাপাশি মিষ্টি-বাকলাভা।

এ ছাড়া কমলা, আপেল, আঙুর দিয়ে সাজানো ফলের ঝুড়িও থাকবে আপ্যায়নে। বঙ্গভবনের সবুজ লনে সাজানো শামিয়ানার নিচে চা আর কফিতে শেষ সময়ের আড্ডা জমবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer