Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

এসকে সিনহার পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ১৪ নভেম্বর ২০১৭

আপডেট: ১৩:৪৫, ১৪ নভেম্বর ২০১৭

প্রিন্ট:

এসকে সিনহার পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

ঢাকা : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন মঙ্গলবার সকালে এ কথা নিশ্চিত করেন।

এদিকে বঙ্গভবন থেকে পাঠানো এক চিঠিতে প্রধান বিচারপতির পদত্যাগপত্র গৃহীত হওয়ার কথা জানিয়ে আইন মন্ত্রণালয়ে পরবর্তী পদক্ষেপ নিতে বলেছে।

এর আগে গত শুক্রবার সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন প্রধান বিচারপতি এসকে সিনহা।

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিতর্কের মুখে ছুটি নিয়ে দেশত্যাগের ২৮ দিনের মাথায় তিনি পদত্যাগ করেন।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ২১ জন বিচারক প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হয়েছিলেন, তাদের মধ্যে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাই প্রথম, যিনি এভাবে পদত্যাগ করলেন।

২০১৫ সালের ১৭ জানুয়ারি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া এসকে সিনহার ৩১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা ছিল।

কিন্তু উদ্ভূত পরিস্থিতির কারণে তাকে অবসরে যাওয়ার ৮১ দিন আগেই পদত্যাগ করতে হল।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer