Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৩১ ১৪৩২, শুক্রবার ১৬ মে ২০২৫

তুরস্কের একটি সংস্থার সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করল ভারত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪, ১৫ মে ২০২৫

প্রিন্ট:

তুরস্কের একটি সংস্থার সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করল ভারত

ছবি- সংগৃহীত

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে না থেকে পাকিস্তানকে আগাগোড়া সমর্থন জানিয়েছে তুরস্ক। ভারতের বিরুদ্ধে তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করেছে পাকিস্তান। তাই বদলা হিসেবে অসামরিক বিমান পরিসেবা সংক্রান্ত তুরস্কের একটি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করেছে ভারত। জাতীয়  নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে

তুরস্কের সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ভারতের দিল্লি, আহমেদাবাদ, কোচি, হায়দরাবাদ, ব্যাঙ্গালোর ও কুন্নুর বিমানবন্দরে বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উড়ানের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা প্রদানের কাজ করত। এই সংস্থার ‘সিকিউরিটি ক্লিয়ারেন্স’ বাতিল করেছে ভারত সরকার। 

ভারতের অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের অধীনস্থ ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি’র তরফে একটি নোটিস ‘ পাঠানো হয়েছে সেলেবি’-কে। সেখানে বলা হয়েছে, সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-র নিরাপত্তা সংক্রান্ত যে ছাড়পত্র ছিল তা বাতিল করা হয়েছে। আর তা এখনই থেকে কার্যকর করা হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer