Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৮ ১৪৩১, শনিবার ০৫ অক্টোবর ২০২৪

আদিবাসী শব্দ ব্যবহার না করতে প্রজ্ঞাপন জারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৪, ২৮ জুলাই ২০২২

আপডেট: ১৬:৩৮, ২ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

আদিবাসী শব্দ ব্যবহার না করতে প্রজ্ঞাপন জারি

আদিবাসী শব্দ ব্যবহার না করতে ফের প্রজ্ঞাপন জারি করেছে, বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শেখ শামছুর রহমান স্বাক্ষরিত স্মারক নং-১৫.০০.০০০০.০২৪.১৮.১৪.৫৯৬ মূলে এই প্রজ্ঞাপন জারি করেন।

আগামী ৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসে আয়োজিত টকশোতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষজ্ঞ, ৩৫টি টেলিভিশন ও বেতারকেন্দ্র, সংবাদপত্রের সম্পাদকসহ সুশীল সমাজের অন্যন্য ব্যক্তিবর্গকে বাংলাদেশের ক্ষেত্রে ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার না করার বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা সম্পর্কে প্রচারের জন্য অনুরোধ করা হয়।

জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ছোট ছোট সম্প্রদায় বা গোষ্ঠীকে উপজাতি, ক্ষুত্র জাতিসত্ত্বা,নৃ-গোষ্ঠী বলে আখ্যায়িত করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer