Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩২, শুক্রবার ০৪ জুলাই ২০২৫

আত্মহত্যা করলেন অভিনেত্রী তমা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ৯ মে ২০১৯

প্রিন্ট:

আত্মহত্যা করলেন অভিনেত্রী তমা

ঢাকা : চিত্রপরিচালক শামীম আহমেদ রনির সাবেক স্ত্রী ও অভিনেত্রী তমা খান আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার রাতে রাজধানীর আদাবরে নিজের বাসায় আত্মহত্যা করেন বলে আদাবর থানার এসআই আছাদুজ্জামান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদাবর ১২ নং রোডের বাসা থেকে তমার স্বজনরা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে তমা আত্মহত্যা করেছেন তাৎক্ষণিকভাবে তা জানতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।

২০১১ সালের ১৬ ডিসেম্বর নির্মাতা রনিকে ভালোবেসে বিয়ে করেছিলেন তমা খান। এরপর ২০১৭ সালের অক্টোবরে তাদের দাম্পত্য জীবনের ঝামেলার কথা গণমাধ্যমে প্রকাশ করেন তমা।

ওই সময় ডিভোর্স নিয়ে জালিয়াতির অভিযোগে নির্মাতা রনির বিরুদ্ধে মামলাও করছিলেন তিনি।