Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৯ ১৪৩২, শনিবার ০৩ মে ২০২৫

মালয়ালাম অভিনেতা বিষ্ণু প্রসাদ মারা গেছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৩, ২ মে ২০২৫

প্রিন্ট:

মালয়ালাম অভিনেতা বিষ্ণু প্রসাদ মারা গেছেন

ফাইল ছবি

ভারতের মালয়ালাম সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিষ্ণু প্রসাদ মারা গেছেন। বৃহস্পতিবার গভীর রাতে এর্নাকুলামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। দীর্ঘদিন ধরে লিভারের অসুস্থতায় ভুগছিলেন তিনি। এ অবস্থায় মৃত্যু হলো তার।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা বিষ্ণুর লিভার প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। এ জন্য অভিনেতার পরিবার ও চিকিৎসক প্রস্তুতি নিচ্ছিলেন। এ অবস্থায় গত কয়েকদিন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। নিবিড় পরিচর্যায় থাকার পরও স্বাস্থ্যের অবনতি ঘটে।

দক্ষিণী এই অভিনেতা মৃত্যুকালে দুই মেয়ে অভিরামি ও অনানিকা রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে মালয়ালাম সিনেমা ইন্ডাস্ট্রি এবং সহকর্মী ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন।

অভিনেতা বিষ্ণুর মৃত্যুর খবর নিশ্চিত করে অভিনেতা কিশোর সত্য সোশ্যাল মিডিয়ায় বলেছেন, প্রিয় সবাই, খুবই দুঃখজনক খবর... বিষ্ণু প্রসাদ মারা গেছেন। গত কয়েকদিন ধরে অসুস্থতার কারণে চিকিৎসাধীন ছিলেন।

কয়েক দশকের ক্যারিয়ারে দক্ষিণী এই তারকা ‘প্রসাদ কাশী’, ‘কাই এথুম দুরেথু’, ‘রানওয়ে’, ‘মাম্বাঝাকালাম’, ‘লায়ন’, ‘বেন জনসন’, ‘লোকনাথন আইএএস’, ‘পাঠাকা’ ও ‘মারাঠা নাডু’র মতো মালয়ালাম সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোয় টেলিভিশন সিরিজেওদেখা গেছে এ অভিনেতাকে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer